বড়লেখা উপজেলায় তিন প্রতিদ্বন্দ্বীর সমঝোতা ॥ বিএনপির একক প্রার্থী আব্দুল হাফিজ
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলের তিনদিন পর বিএনপির তিন প্রার্থীর মধ্যে অনেকটা নাটকীয়ভাবে সমঝোতা হয়েছে।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিন প্রার্থী মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলা বিএনপির এক জরুরি সভায় সমঝোতায় পৌঁছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান খছরু ও মুজিবুর রাজা চৌধুরী অপর প্রার্থী আব্দুল হাফিজকে সমর্থন করায় নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিএনপি সূত্র জানায়, ১৫ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ও দলীয় নেতা মুজিবুর রাজা চৌধুরী। এরপর বিভিন্ন মাধ্যমে তিন প্রার্থীর মধ্যে সমঝোতার চেষ্টা চালানো হলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি।
No comments:
Post a Comment