জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য প্যানেল নির্বাচনে শরীফ এনামুল কবির পন্থীদের বিজয়

Friday, February 21, 2014

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য প্যানেল নির্বাচনে শরীফ এনামুল কবির পন্থীদের বিজয়


নাহিদ ইমরান শাওন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরপন্থী প্যানেল। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়রি সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সর্বাধিক ৪০ ভোট পেয়ে প্রথম হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন। তিনিও ভোট পেয়েছেন ৪০টি। তবে লটারিতে অধ্যাপক ফারজানা ইসলাম ৩-২ ভোটে বিজয়ী হন। ৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাবশালী আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. আমির হোসেন।

এ তিনজন থেকে জাবি আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ যে কোন একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার রাতেই আচার্যের কাছে ফ্যাক্সবার্তার মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক। অন্যদিকে সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুল মতিনপন্থী প্যানেলের কেউই উপাচার্য প্যানেলভুক্ত হতে পারেননি। তাদের মধ্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বায়েস পেয়েছেন ২৭ ভোট। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ ও বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এম. এ মতিন ভোট পেয়েছেন ২৫টি করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License