নেহার মার্কেট স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনায় ৪ জন কুমিল্লায় আটক : গাড়ি ও স্বর্ণ উদ্ধার

Monday, February 17, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট নগরীর প্রাণকন্দ্রে জিন্দাবাজারে নেহার মার্কেটে বোমাবাজি-গুলির্বষণ করে ডাকাতি এবং নৈশ প্রহরীকে খুনের ঘটনার ৫ মাস পর দুই চালকসহ ৪ জনকে কুমিল্লা থেকে আটক করেছে সিআইডি পুলিশ।

পাশাপাশি উদ্ধার করা হয়েছে স্বর্ণের দোকান থেকে লুট হওয়া একটি স্বর্ণের চেইন এবং জব্দ করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রবাস।

গত এক সপ্তাহে কুমিল্লাসহ বিভন্নি স্থান থেকে এদের আটক করা হয়।

আটককৃতদরে মধ্যে কুমিল্লার গাড়ি চালক মাসুদ ও আনোয়ার রয়েছেন। অপর দু’ জনের নাম প্রকাশ করতে চায়নি সিআইডি পুলিশ।

ঢাকার সিআইডি ‘অর্গানাইজ ক্রাইম’ শফিকুর রহমান জানান, সিলেটে ডাকাতির উদ্দেশ্যেই স্বর্ণের মার্কেটে হানা দেয়া হয়। চালক মাসুদ সিলেটে ডাকাতিকালে ব্যবহৃত মাইক্রোবাসের চালক।

প্রসঙ্গতঃ গত ৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা রাতে নগরীর জিন্দাবাজারে স্বর্ণের মার্কেট হিসেবে পরিচিত নেহার সুপার মার্কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল প্রকাশ্যে হাত বোমা ফাটিয়ে ও গুলিবর্ষণ করে ৫টি জুয়েলারী দোকান লুট করে। সংশ্লিষ্টরা দাবী করেছেন, ডাকাতরা হাজার ভরির চেয়ে বেশী স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ সময় ডাকাত দলকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঐ মার্কেটের নৈশ প্রহরী বাদশা মিয়া। মার্কেটের প্রথম দোকান আল বারাকা জুয়ের্লাসে ঢুকে ডাকাতরা ম্যানেজার রঞ্জিত চক্রবতীকে কুপিয়ে গুরুতর আহত আহত করে লুটে নেয় প্রায় সাড়ে ৩’শ ভরি স্বর্ণের অলঙ্কার।

এ ঘটনায় দায়ের করার মামলার দীর্ঘদিন পরও পুলিশ কোন ক্লু উদঘাটন না করতে পারায় পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License