লন্ডনের সাবেক মেয়রের উপদেষ্টার সাথে সিলেট সিটি মেয়রের বৈঠক

Sunday, February 16, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাথে মতবিনিময় করেছেন লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোনের এডভাইজার, ফ্রিডম অব দ্য সিটি লন্ডন এ্যাওয়ার্ডপ্রাপ্ত কাউন্সিলর শিরিয়া খাতুন। রোববার দুপুরে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশী বংশদ্ভুত এই প্রজন্মের সন্তানেরা বৃটেনের মাটিতে এখন সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। এজন্য বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত। কাউন্সিলর শিরিয়া খাতুনের মতো মেধাবীরা বৃটেনের মূল ধারার রাজনীতিতে কাজ করার পাশাপাশি তাদের লদ্ধ অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অনন্য ভুমিকা রাখবেন বলে মেয়র আশা প্রকাশ করেন।

মতবিনিয়মকালে কাউন্সিলর শিরিয়া খাতুন সিলেট সিটির উন্নয়নের সহযোগিতার স্বার্থে বৃটেনের বিভিন্ন সিটি কাউন্সিলের সাথে টুইন লিংক স্থাপনের ব্যাপারে উদ্যোগ গ্রহনের জন্য সিলেট সিটি কর্পোরেশনকে আহবান জানান। টুইন লিংক করার ব্যাপারে শিরিয়া খাতুন সিটি মেয়রকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সিলেট সিটি কর্পোরেশনের আর্বজনাকে শক্তিতে রূপান্তরিত করা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে কাজে লাগিয়ে বিভিন্ন সেবামূলক প্রকল্প গ্রহনসহ সিলেট সিটির মানবকল্যাণমূলক প্রকল্পে বৃটেনের সহযোগিতার ব্যাপারে তিনি তার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানান।

মতবিনিময়কালে সিলেট সিটির প্যানেল মেয়র সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ছাড়াও কাউন্সিলর শিরিয়া খাতুনের সফরসঙ্গী হিসেবে ছিলেন লুৎফুর রহমান, মইয়ব আলী, মনজুর আহমদ মন্জু ও নুরুল আমিন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License