উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেট বিএনপির ৩ নেতা বহিষ্কার

Monday, February 17, 2014

আমাদের সিলেট ডটকম:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া সিলেট বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি।

বহিষ্কৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল হক শাহীন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য, গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদ চৌধুরী এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকতা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দফতর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা বিএনপির সভাপতি বরাবরে পাঠানো হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License