নবীগঞ্জে আলীগের প্রার্থী চেয়ারম্যান পদে আলমগীর ভাইস চেয়ারম্যান পদে আক্তার ও দিলারা
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে আওয়ামী লীগ প্রার্থী নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক বর্ধিত সভায় দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ মুনিম চৌধুরী বাবু, আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহনেয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল মনসুর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
দলীয় প্রার্থী নির্বাচনে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন পর্যায়ের মোট ৩শ ৭৭ জন ভোটার গোপন ভোটের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী নির্বাচন করেন। এতে চেয়ারম্যান পদে ২শ ১৫ ভোট পেয়ে দলীয় একক প্রার্থী নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল পেয়েছেন ১শ ৪৩ ভোট।
No comments:
Post a Comment