নড়াইলে চারণকবি বিজয় সরকারের ১১২তম জন্মজয়ন্তী নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে
নড়াইল প্রতিনিধি : চারণকবি বিজয় সরকারের ১১২তম জন্মজয়ন্তী বুধবার ১৯ ফেব্রুয়ারি থেকে নানা কর্মসূচিতে নড়াইলে উদযাপিত হচ্ছে।
বিজয় সরকার ১৩০৯ বঙ্গাব্দের ৭ ফাল্গুন (১৯০৩ সালের ১৯ ফেব্রুয়ারি) নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সঙ্গীত সাধনার জন্য তিনি 'সরকার' উপাধি লাভ করেন।
এই চারণকবি নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন বলে জানা যায়। তবে কারো কারো মতে, তার শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক। তিনি ১ হাজার ৮শ গান রচনা করেছেন বলে জানা যায়।
তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, তুমি জানো না, তুমি জানো না, জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা/ তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি/ তুমি বন্ধু আমার এ মন মানো না...। নবী নামের নৌকা গড়/ আল্লাহ নামের পাল খাটাও/ বিসমিল্লাহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও...। আল্লাহ রসুল বল মোমিন/ আল্লাহ রসুল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চলো...। পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে...। নক্সী কাঁথার মাঠেরে/ সাজুর ব্যথায় আজো রে বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি...। কী সাপে কামড়াইলো আমারে/ ওরে ও সাপুড়িয়ারে/ আ...জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে...। যেমন আছে এই পৃথিবী/ তেমনিই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে/ একদিন চলে যেতে হবে...। ১৯৮৫ সালের ২ ডিসেম্বর বিজয় সরকার কলকাতায় পরলোকগমন করেন। তাকে পশ্চিমবঙ্গের কেউটিয়ার বাড়িতে সমাহিত করা হয়।
বিজয় সরকারের জন্মজয়ন্তীতে নড়াইলের ডুমদিতে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে চারণকবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধানিবেদন, স্মৃতিকথা, বিজয়গীতি পরিবেশন, আলোচনাসভা, বিজয়গীতির আসর ও জারিগান।
No comments:
Post a Comment