গোলাপগঞ্জে ১৭ প্রার্থীর ভাগ্য পরীক্ষা আজ

Tuesday, February 18, 2014

আমাদের সিলেট ডটকম:

গোলাপগঞ্জে আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রার্থী, সমর্থক ও ভোটারা অপেক্ষা করছেন, কার ভাগ্যের অনুকূলে আজ ‘ছিড়ছে’ জনপ্রতিনিধিত্বের ‘শিঁকে’।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিল ভাইসে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৩জন, বিএনপির ২ জন ও জামায়াতের ১ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচন পরিচালনার জন্য রয়েছেন ৯৩ জন প্রিসাইডিং অফিসার, ৪৯০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৯৮০জন পুলিং অফিসার। নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আসাদুল হক।

একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১৯১৪৫৬জন। ৯৩ কেন্দ্রের ৪৯০টি ভোট কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তার মধ্য পৌর এলাকার ৬টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ১৮২৯৬জন। বাঘা ইউনিয়নে ১১টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ২০২৪০জন। গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ৭টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ৯৯৩৮জন। ফুলবাড়ী ইউনিয়নে ৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ১৭৬৪০জন। ল²ীপাশা ইউনিয়নে ৬টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ১৪৮৯২জন। বুধবারী বাজার ইউনিয়নে ৫টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ১০৮১৪জন। ঢাকাদক্ষিণ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ২১৮৫৪জন। লক্ষণাবন্দ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ১৮৫০৪জন। ভাদেশ্বর ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ২২২৭৮ জন। পশ্চিম আমুড়া ইউনিয়নে ৮টি ভোটার সংখ্যা হচ্ছে ১০৯৭৯ জন। উত্তর বাদেপাশা ইউনিয়নে ৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ১৩৬১০জন। শরীফগঞ্জ ইউনিয়নে ৭টি কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ১২৪১১জন।

চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন যে ৭ জন প্রার্থী। তারা হচ্ছেন- আওয়ামী লীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (দোয়াত কলম), উপজেলা নাগরিক কমিটি মনোনীত, উপজেলা জামায়াতের আমীর হাফিজ নজমুল ইসলাম (মোটর সাইকেল), আওয়ামী লীগ নেতা, বর্তমান ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল (ঘোড়া), উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জিলাল উদ্দিন (টেলিফোন), বিএনপি নেতা, লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন (হেলিকপ্টার), জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী (কাপ-পিরিচ), আওয়ামী লীগ নেতা আকবর আলী ফখর (আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন, তারা হচ্ছেন- আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন সরফ (তালা), বিএনপি নেতা নোমান উদ্দিন মুরাদ (বই), উপজেলা যুবদল সেক্রেটারী মামুনুর রশীদ মামুন(মাইক), স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব (টিউবওয়েল), জাপা নেতা আনিসুজ্জামান পাবলু (চশমা), সোহেল বক্স (জাহাজ), শাহিন আহমদ (টিয়া পাখি), আব্দুল হক বাবলু (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান ২জন প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হচ্ছেন- আওয়ামীলীগ সমর্থিত, বর্তমান ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা (প্রজাপতি), বিএনপি নেত্রী এডভোকেট শাহানা হোসাইন (কলস)।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License