ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে আদিবাসীদের ভূমিদখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Friday, February 21, 2014

সিলেট সদর উপজেলার টুলটিকর ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের বিরুদ্ধে সিলেটের বালুচর এলাকায় বসবাসরত ওরাঁও আদিবাসীদের টিলাভূমি অবৈধভাবে কেটে সেখানে ঘর নির্মাণ করে দখল করার প্রতিবাদে সিলেটের আদিবাসী জনগোষ্ঠী, হিউম্যান রাইটস ডিফেন্ডার ও স্থানীয় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় একটি মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালীর মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আয়োজকদের পৰ থেকে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের নিকট দেয়া এ স্মারকলিপিতে আয়োজকদের পৰ থেকে বর্তমান রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ৯৭ ধারা প্রয়োগ করে বালুচর এলাকায় ওরাঁও আদিবাসী জনগোষ্ঠীর এ পর্যন্ত অবৈধভাবে বেদখলকৃত সকল ভূমি তাদের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় অত্র এলাকার সচেতন নাগরিক সমাজকে নিয়ে এসকল পরিবেশ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তি ও ভূমিখেকোদের বির্বদ্ধে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। নারী মুক্তি সিলেটের সভাপতি ও মানবাধিকার কর্মী ইন্দ্রানী সেনের পরিচালনায় মানববন্ধনে আয়োজকদের পৰ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকারকর্মী ও একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ। তাছাড়া এ ঘটনার প্রতিবাদে আয়োজকদের মধ্য থেকে সংৰিপ্ত বক্তব্য রাখেন মদনমোহন কলেজের অধ্যৰ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড সিকান্দার আলী, অধ্যৰ সিলেট বৌদ্ধবিহার শ্রীমৎ সংঘানন্দ খের, প্রেসিডিয়াম সদস্য হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য জোট রামেন্দ্র কুমার বড়-য়া, আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক সভাপতি দানেশ সাংমা, পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, মানবাধিকার কর্মী এডভোকেট নুসরাত হাসিনা শম্পা, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিনহা প্রমুখ।2 1





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License