ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নির্বাচন : নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা
লন্ডন প্রতিনিধি : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসি) ২৩তম দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিবিসিসির সাবেক ডিরেক্টর জেনারেল আবসার এম ওয়েছের সঞ্চালনায় এত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাইস প্রেসিডেন্ট সাদ গাজী। অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান শিচতি। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এম নূর। এরপর বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট এম. আর চৌধুরী মাহতাব, লন্ডন মুসলিম সেন্টারের ডিরেক্টর দেলওয়ার হোসেন খান, নবনির্বাচিত ডিরেক্টর জেনারেল মুহিব চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর সাইদুর রহমান জেপি, লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট বশির আহমদ, মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আজিজুর রহমান, নর্থ-ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট মাহতাব মিয়া, সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখত ফারুক, ডিরেক্টর ও অ্যাডভাইজার এনাম আলী এমবিই, মহিলা ডিরেক্টর মমতাজ খান প্রমুখ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র অহিদ আহমদ, কাউন্সিলার আবুল আসাদ ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারম্যান নূরুল ইসলাম মাহবুব।
বিবিসিসি সদস্যসহ পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে তিন নির্বাচন কমিশনার ২০১৪-২০১৬ সালের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।
No comments:
Post a Comment