সিলেটে 'কৃষি বাজেট কৃষকের বাজেট' অনুষ্ঠানে অর্থমন্ত্রী : আগামী
বাজেটে কৃষি ঋণের পরিমাণ আরো বাড়ানো হবে
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের জাতীয় বাজেটে পদ্মাসেতুর জন্যে ১৫শ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।
শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পুনঃনির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দলীয় কোন্দলের কারণেই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিপর্যয় ঘটেছে।
তিনি সিলেটের দুটি উপজেলায় জামায়াতে ইসলামী প্রার্থীর জয়লাভে বিস্ময় প্রকাশ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সদস্য আল-আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
No comments:
Post a Comment