আমাদের সিলেট ডটকম:
৪র্থ দফায় তফশীল ঘোষিত আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ২২ ফেব্র“য়ারী হলেও ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকরা সিলেটের রির্টানিং অফিসার ও কানাইঘাট উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাঁতবাক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান মামুন রশিদ মামুন, উপজেলা আ’লীগের যুগ্ম আহŸায়ক নিজাম উদ্দিন আল মিজান, অধ্যাপক লুকমান হোসেইন, নাগরিক কমিটির প্রার্থী জামায়াত নেতা আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কানাইঘাট পৌর আ’লীগের আহŸায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহসভাপতি আজিজুল আম্বিয়া।
কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Tuesday, February 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment