সিলেট সদর উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলায় নাগরিক কমিটি মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১৯দলীয় জোটের সিলেট সদর উপজেলা শাখার সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক জালাল আহমদের নাম ঘোষণা করা হয়।
নাগরিক কমিটির আহ্বায়ক আলহাজ্ব সুলতান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুলৱাহ আল-মুনিম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, আব্দুল লতিফ লালা মেম্বার, ডাঃ আতিকুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম সুজন, আবু ইউসুফ আকন্দ, এটিএম সেলিম মেম্বার, আহমদ মাসুম, মহিউদ্দিন আকবর, মাওলানা আব্দুল আজিজ প্রমূখ।
সভায় বক্তারা আলোকিত সদর উপজেলা গঠনে আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী জালাল আহমদকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আহ্বান জানান।
সিলেট সদর উপজেলা নির্বাচনে জালাল আহমদকে নাগরিক কমিটির প্রার্থী ঘোষণা
Thursday, February 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment