আমাদের সিলেট ডটকম:
সিলেট সদর উপজেলা বিএনপি’র বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক এ.কে.এম তারেক কালামকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুধবার আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
জানাগেছে, গত বছর টানা অবরোধের সময় গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা একটি মামলায় তারেক কালাম জামিন নিতে আদালতে হাজির হন। এসময় আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আদ-খান জামাল এর সত্যতা নিশ্চিত করে আমাদের সিলেট ডটকমকে জানান, তারেক কালাম এ মামলায় উচ্চ আদালতে জামিনে গিয়েছিলেন। কিন্তু উচ্চ আদালত তাকে নির্দেশনা দেন যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করবে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার তিনি আদালতে জামিন চাইতে আসেন।
সদর বিএনপি নেতা তারেক কালাম হাজতে!
Wednesday, February 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment