শাবিতে বিভিন্ন দাবীতে মানববন্ধন

Sunday, February 16, 2014

আমাদের সিলেট ডটকম:

প্রশাসনের নির্লিপ্ততা ও মিথ্যাচারের জবাবদিহিতাসহ বিভিন্ন দাবীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাড়াও বিভিন্ বিভাগের শিক্ষর্থীরা অংশগ্রহন করে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাম্পাসে অনুমোদনহীন যান চলাচল নিষিদ্ধ, সকল শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান বিধিসমূহ সকলকে মেনে চলতে বাধ্য করা এবং মামলা করতে বিলম্ব, দ্রুত পদক্ষেপ গ্রহণে নির্লিপ্ততা, গাফিলতি, দায়িত্বহীনতা ও শিক্ষার্থীদের সাথে প্রশাসনের মিথ্যাচারের জবাবদিহি এবং সে অনুসারে দৃষ্টান্তমূলক কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

উলে­খ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষ করে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বহিরাগত মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হন শাবির কেমিক্যাল ইঞ্জিনিংয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাকিব উদ্দিন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License