আমাদের সিলেট ডটকম:
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলাবাসী মনে করছেন, এবার চেয়ারম্যান পদে লড়াই হবে চতুর্মুখী।
জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারায় একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে এ নির্বাচনে। তবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করবেন আজ। আওয়ামি লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় উভয় দলই শংকিত। জামায়াতের একক প্রার্থী ডা. আব্দুল কুদ্দুস রয়েছেন বড় দু’দলের চ্যালেঞ্জের মূখে। আওয়ামী লীগের অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক (মোটর সাইকেল), বিএনপির শাহজাহান মাস্টার (কাপ-পিরিচ) ও হারুন অর রশিদ (চিংড়ি মাছ) এবং জামায়াতের ডা. আব্দুল কুদ্দুসের (আনারস) মধ্যে হবে চতুর্মূখী লড়াই।
গত কয়েক দিনের টানা নির্বাচনী তৎপরতার পর এখন জয় পরাজয়ের হিসেব-নিকেশে ব্যস্ত প্রার্থী, সমর্থক ও ভোটাররা।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হারুন মিয়া ও এডভোকেট ছাইদুর রহমান ছায়াদ তালুকদার এবং বিএনপির আলতাফুর রহমান খছরুর মধ্যে হবে ত্রিমুখী লড়াই।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শায়েস্তা খানম, ছালেহা আক্তার মিনা ও শাহেদা আক্তারের মধ্যে হবে ত্রিমুখী লড়াই। দোয়ারাাবাজার উপজেলার ৯টি ইউনিয়নের ৫৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১লাখ ২৯হাজার ৬শ’ ১৫ জন।
দোয়ারাবাজারে ভোটের লড়াই আজ
Tuesday, February 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment