শাবিপ্রবি শিক্ষার্থীদের সাথে পার্শ্ববর্তী এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে
১১ জন আহত ॥ শিল্প ও বাণিজ্য মেলায় ভাংচুর
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে পার্শ্ববর্তী এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয়বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র অভিলাসকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, শাবিপ্রবির দ্বিতীয় ছাত্র হলের পাশেই পার্শ্ববর্তী এলাকার কিছুলোক সার্কাসসহ একটি শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করে। এই মেলায় প্রচণ্ড শব্দে বাজানো হচ্ছিল মাইক। ফলে আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
এ অবস্থায় কয়েকজন আবাসিক শিক্ষার্থী রাত সাড়ে ১০টার দিকে শিল্প ও বাণিজ্য মেলায় গিয়ে আওয়াজ কমিয়ে মাইক বাজাতে অনুরোধ জানালে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজকরা তাদের সাথে রূঢ় আচরণ করে। এর জের ধরে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া শাবিপ্রবি উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল ও আবাসিক হল পরিদর্শন করেন।
রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল। পুলিশ শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ করে দিয়েছে।
চলমান ছবিতে ক্লিক করে ভিডিওচিত্র দেখুন।
No comments:
Post a Comment