দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট প্রার্থী নির্ধারিত হয়নি
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনের জন্যে ১৯ দলীয় জোটের প্রার্থী এখনো নির্ধারিত হয়নি।
১৯ দলের সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম এবং অন্যতম যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে সমর্থন প্রদান দেয়া হয়নি বা এ বিষয়ে কোন সিদ্ধান্তও হয়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ বিষয়ে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপিসহ ১৯ দলীয় জোটের নেতাকর্মী ও দক্ষিণ সুরমা উপজেলার জনসাধারণের প্রতি আহবান জানান।
নিন্দা ও ক্ষোভ প্রকাশ : সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার এক যুক্ত বিবৃতিতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তারেক কালামকে মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে তারেক কালামের বিরুদ্ধে সরকারের দায়ের করা মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
No comments:
Post a Comment