সিলেট বিভাগের ৭১টি সংগঠনের অভিমত : রামকানাই দাসের হাতে
একুশে পদক ভাষা শহীদদের অবমাননার শামিল
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের ৭১টি সাংস্কৃতিক সংগঠন এক বিবৃতিতে রামকানাই দাসকে একুশে পদক প্রদানে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
এক যুক্ত বিবৃতিতে এসব সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। আর এই একুশের নামে অসততার দায়ে আদালত কর্তৃক অভিযুক্ত রামকানাই দাসের মতো একজন বিতর্কিত ব্যক্তির হাতে একুশে পদক তুলে দেয়া ভাষা শহীদদের অবমাননার শামিল। আমরা মনে করি, একুশে আমাদের জাতীয় চেতনা, একুশে পদক আমাদের অস্তিত্বের প্রতীক, মহান ভাষা আন্দোলনের স্মৃতির স্মারক। এই রাষ্ট্রীয় সম্মাননা অর্জনের ক্ষেত্রে অন্যতম শর্ত হলো সততা। অথচ একজন অসতের হাতে সততার পদক তুলে দিয়ে প্রকারান্তরে মহান একুশের অমর্যাদার পাশাপাশি মনোন্নয়ন বোর্ডের যোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাই অবিলম্বে রামকানাই দাসকে দেয়া একুশে পদক প্রত্যাহরের ঘোষণা দিয়ে মহান একুশের মর্যাদা সমুন্নত রাখার জোর দাবি জানাচ্ছি।
No comments:
Post a Comment