আমাদের সিলেট ডটকম: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে চাঁদাবাজদের হামলায় ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুর্বতর অবস্থায় ৬জনকে উপজেলা স্বাস’্য কমপেৱক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ১৪জনকে আসামী করে থানায় দ্র্বত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় মামলাটি দায়ের করেছেন আমিনুল ইসলাম সেলিম ফার্মের মালিক বাবুল হোসেনের ম্যানেজার আবুল কালাম। মামলা নং-১৫,তারিখ-২১.০২.১৪ইং। মামলা সূত্রে জানাযায়,গতকাল শুক্রবার সকাল ৮টায় উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের সমসার হাওরের চুনখলা বিলের বাঁধে ঠিকাদার বাবুল হোসেন এলজিইডির অধিনে সুইট গেইট নির্মাণ করার সময় নয়াবন্দ-ধলইরগাঁও গ্রামের সন্ত্রাসী কনক মিয়া ও জাহাঙ্গীর মিয়া তাদের বাহিনী নিয়ে ম্যানেজার আবুল কালামের কাছে ২লৰ টাকা চাঁদা দাবী করে। চাঁদাবাজদের চাহিত চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ম্যানেজারকে মারধর শুরু করে। এসময় তাকে বাচাঁতে কর্মরত শ্রমিকরা এগিয়ে আসলে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে ম্যানেজারের কাছ থেকে নগদ ৯০হাজার টাকা ছিনিয়ে নেয়। এই হামলার ঘটনায় ১০জন আহত হয়। ভর্তিকৃতরা হলেন-মাসুদ আলী (৫০),মোজাহিদ মিয়া (১৮),এরশাদ মিয়া (২৪),তৌফিক মিয়া (২৬),কাজিম উদ্দিন (২৫),মন্টু দাস (৬০)। এব্যাপারে তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খাঁন বলেন,মামলা দায়েরের পর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment