আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় কুলসুমা বেগম (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। কুলসুমা বেগম কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রামের কৃষক আবদুল জব্বার (৩২) এর স্ত্রী।
কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি জানান, রাতে কুলসুমা বেগম তার স্বামীর সাথে শুয়েছিল। রাতে কোনো এক সময় কিটনাশক খেয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর ও ২ বছরের দুটি পুত্র সন্তানের জননী গৃহবধু কুলসুমা সোমবার রাতে ২ ছেলে ও স্বামীকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। সোমবার দিবাগত রাত ৪টার দিকে একটি আওয়াজ পেয়ে স্বামীর ঘুম ভাঙ্গে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌরাঙ্গ কুমার বসু বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
কমলগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার
Tuesday, February 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment