রংপুরে ধর্ম নিয়ে বিভ্রান্তিকর প্রচারণায় বাধা দেয়ায় মুসল্লিদের উপর হিজবুত তাওহীদের হামলা ॥ আহত ১৫ জন

Friday, February 21, 2014

রংপুরে ধর্ম নিয়ে বিভ্রান্তিকর প্রচারণায় বাধা দেয়ায় মুসল্লিদের উপর


হিজবুত তাওহীদের হামলা ॥ আহত ১৫ জন


ছাদেকুল ইসলাম রুবেল, গাইাবান্ধা : ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণায় বাধা দেয়ায় হিজবুত তাওহীদের কর্মীরা রংপুর মহানগরীর বোতলা এলাকায় মুসুল্লিদের উপর হামলা চালিয়েছে।

এতে কমপক্ষে ১৫ জন মুসল্লি আহত হয়েছেন। পুলিশ হামলা ঠেকাতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এছাড়া ঘটনাস্থল থেকে হিজবুত তাওহীদের ২৩ জন নারী-পুরুষ কর্মীকে আটক করেছে।

আহত মুসল্লিদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বেশ কয়দিন থেকে পূর্ব বোতলা এলাকায় নামাজ-রোজা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে আসছিল হিজবুত তাওহীদের কর্মীরা। এ ধরনের অপপ্রচার না করতে তাদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে আহবান জানানো হয়। এরপরও তারা বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ওই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছিল। এসময় স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মুসল্লিরা বাধা দিলে হিজবুত তাওহীদের কর্মীরা মাথায় হেলমেট পড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License