নতুন জনপ্রতিনিধি বেছে নিতে প্রস্তুত জৈন্তাপুরবাসী

Tuesday, February 18, 2014

আমাদের সিলেট ডটকম:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি মুলক কাজ সম্পন্ন করেছে।

উপজেলা নির্বার্হী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার মধ্যে উপজেলার ৩২টি ভোট কেন্দ্রে নির্বাচনের যাবতীয় মালামাল প্রেরন করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল কাজ অব্যাহত রয়েছে।

নির্বাচন কে ঘিরে পুরো উপজেলার তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা জেরদার করা হয়েছে। নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় এক উৎসব মূখোর পরিবেশ বিরাজ করছে। ভোটার সহ সবশ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে ১৯ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন (দোয়াত কলম), উপজেলা আওয়ামীলী সভাপতি ও দলীয় সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল­াহ (আনরাস) ও সাবেক ছাত্রনেতা বাংলাদেশ ইউনিয়ন ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান শ্রী জয়মতি রানী (সেলাই মেশিন), ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থী মোছা: আয়শা ইসলম (বৈদ্যুতিক পাখা), সুফিয়া কামাল চৌধুরী (হাসঁ), তসলিমা বেগম (পদ্মফুল), শিরিন আক্তার (ফুটবল), আয়শা খাতুন (কলস) ও মোছা: আয়শা সিদ্দিকা পারুল (প্রজাপতি) প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম (জাহাজ), ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থী ও উপজেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ (তালা), এডভোকেট আলতাফ হোসেন (টিয়া পাখি), সাংবাদিক মুজিবুর রহমান ডালিম (বই), মাওলানা কবির আহমদ (চশমা), মো: এবাদ উল­াহ (উড়োজাহাজ), মো: বশির উদ্দিন (মাইক), মো. বুরহান আহমেদ (টিউবওয়েল) ও মো: আব্দুর রব (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করছেন।

উপজেলার মোট ভোটার সংখ্যা ৯০ হাজার ২শত ৬৫জন। পুরুষ ৪৫ হাজার ৫শত ২২জন আর মহিলা ৪৪ হাজার ৭শত ৪৩জন রয়েছেন। উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩২ টি ভোট কেন্দ্র রয়েছে। বুথ সংখ্যা ২৬৩টি। প্রিজাইডিং অফিসার ৩২জন, সহকারী ২৬৩জন, পোলিং অফিসার ৫২৬জন। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি ১১জন করে আনসার সদস্য রয়েছেন। সার্বক্ষনিক সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি‘র সদস্যরা টহল কাজে থাকবেন।

জৈন্তাপুর উপজেলায় ৩জন ম্যাজিষ্টেট-এর নেতৃত্বে বিজিবি দায়িত্ব পালন করবে। জৈন্তাপুর উপজেলার তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা ৪ টি জোনে ভাগ করা হয়েছে। চতুল, হরিপুর ও উপজেলা সদর এলাকায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু ভাবে শেষ করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশ জৈন্তাপুর, উপজেলায় নির্বাচনের দিন টহল দিবেন। সোমবার উপজেলা প্রশাসন আইন শৃংখলা বিষয়ে এক যৌথ সভা করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম মঙ্গলবার রাতে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করতে যান। তিনি জানিয়েছেন, প্রশাসন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করেছে। প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনের মালামাল প্রেরন করা হয়েছে। ভোটারা যাতে নির্ভয়ে েিভাট কেন্দ্রে যেতে পারেন প্রশাসন এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License