অমর একুশের লক্ষ্য পূরণের অঙ্গীকারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক : জাতি বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণের সাথে সাথে জীবনের সর্বস্তরে মাতৃভাষা বাংলা প্রচলনের মাধ্যমে অমর একুশের লক্ষ্য পূরণের অঙ্গীকারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে।
অমর একুশের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সিলেটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথা অনুযায়ী প্রথমেই সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, শমসের মোবিন চৌধুরী বীরবিক্রম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম, পুলিশ কমিশনার মিজানুর রহমান, ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, পুলিশ সুপার নূরে আলম মিনা, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, নাজনীন হোসেন ও শামসুল আলম সেলিমের নেতৃত্বে সাংস্কৃতিক জোট এবং অনুপ দেব ও রজত কান্তি গুপ্তের নেতৃত্বে সম্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিশু-কিশোর সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
No comments:
Post a Comment