সিলেটে প্রথম মিডিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী খেলায় জিতলো জাতীয় দৈনিক প্রতিনিধি দল
ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে প্রথমবারের মতো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এর আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখা। আর পৃষ্ঠপোষকতায় আছে মাহা ফ্যাশন হাউস। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ১৬টি দল এতে অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি এ উদ্যোগকে স্বাগত জানান এবং সাংবাদিকদের জন্যে জাতীয় খেলা হাডুডু ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজনে পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখার সভাপতি মানব চ্যাটার্জি। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মাহা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম সুনু ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ চৌধুরী খালেদ। স্বাগত বক্তব্য রাখেন উদ্যোক্তা সংগঠনের সাধারণ সম্পাদক মান্না চৌধুরী। এছাড়াও ক্রীড়া সংগঠক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় জাতীয় দৈনিক প্রতিনিধি দল ৪ উইকেটে স্থানীয় দৈনিক সিলেটের ডাককে পরাজিত করে।
খেলায় প্রথম হাফ সেঞ্চুরি করেন ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জাতীয় দৈনিক প্রতিনিধি দলের জাকির হোসেন দীপু। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বাংলা নিউজ আপডেট সম্পাদক আল-আজাদ ও দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক। খেলার ধারাবর্ণনায় ছিলেন সাংবাদিক মঈনুদ্দিন মনজু।
চলমান ছবিতে ক্লিক করে ভিডিওচিত্র দেখুন।
No comments:
Post a Comment