আমাদের সিলেট ডটকম:
কুলাউড়ায় চেয়ারম্যান পদে এমএ হান্নান ও ভাইস চেয়ারম্যান পদে রাজানুর রহিম ইফতেখার কে ঐক্য জোটের পক্ষ থেকে সমর্থন করা হয়েছে।
রোববার সকালে কুলাউড়া ছামি-ইয়ামি রেষ্টুরেন্টে ১৯ দলের পক্ষ থেকে আহুত এক সংবাদ সন্মেলনে ১৯ দলের নেতৃবৃন্দ এ তথ্য জানান।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটে সদ্য যোগদানকারী জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আবক্ষাস খান। সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল শওকতুল ইসলাম শকু ও বদরুজ্জামান সজল কে জোট মনোনীত চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান প্রার্থী হিসাবে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী এম এ হান্নান, প্রার্থী রাজানুর রহিম ইফতেখার, ইসলামী ঐক্য জোটের আবুল কালাম আজাদ, মুজাহিদুল ইসলাম, মৌলানা আব্দুল ওদুদ, জামাতের আব্দুল বারি মাস্টার, আব্দুল মুন্তাজিম, জাতীয় পার্টির (জাফর) লুৎফুর রহমান চৌধুরী হেলাল প্রমুখ। সংবাদ সম্মেলনে ১৯ দলের প্রার্থীকে ভোট দেয়ার জন্য কুলাউড়া বাসীকে অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে ১৯ দলীয় ঐক্য জোট কুলাউড়ায় জোটের সমর্থিত প্রার্থী হান্নান ও ইফতেখার
Sunday, February 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment