গোলাপগঞ্জের মানুষের কাঙ্খিত উন্নয়নে আমি সর্বশক্তি নিয়োগ করব – হাফিজ নজমুল ইসলাম

Thursday, February 20, 2014

আমাদের সিলেট ডটকম:

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা জামায়াতের আমীর হাফিজ নজমুল ইসলাম বলেছেন, গোলাপগঞ্জের মানুষের কাঙ্খিত উন্নয়নে আমি সর্বশক্তি নিয়োগ করব। উপজেলাবাসী আমাকে যে সম্মান দিয়েছেন, আমি তাদের কাছে চির ঋণী। তাদের ভোটের মর্যাদা আমার জীবন দিয়ে হলেও রাখব।

তিনি বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঘা পরগনা বাজারে আয়োজিত শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এলাকার প্রবীণ মুরব্বী হাজী মতছির আলী সভাপতিত্বে ও মাওলানা বদরুল আলম আজমলের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরমান আলী, মাওলানা হারুন রশীদ, সিলেট জেলা শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল­াহ দস্তগীর, উপজেলা শিবির সভাপতি বোরহান উদ্দিন, আব্দুল কাদির, এমজি মোস্তফা প্রমুখ।

এছাড়া তিনি পৌর এলাকার ঘোগারকুল গণসংযোগ, সরস্বতিতে সন্ত্রাসী হামলার শিকার, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা মুসাকে দেখতে ও বাঘা তুরুকভাগে নির্বাচনের দিন আটক সাইফুর রহমান বাবলার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বাড়িতে যান। রাতে তিনি হেতিমগঞ্জে গণসংযোগ করেন।

এদিকে, হাফিজ নজমুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পৌর এলাকার রাঙাডহর বাজার ও নরুপাড়ায় মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল কাদির, জামায়াত নেতা আবিদ হোসেন, জহির উদ্দিন, আব্দুর রউফ ইমন, ছাত্র নেতা সুহেদ আহমদ, জাহেদ আহমদ, রায়হান আহমদ প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License