আমাদের সিলেট ডটকম:
সিলেট জেলার ছয় উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে তিনটিতে বিএনপি সমর্থিত, দু’টিতে জামায়াত ও একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে। সিলেট জেলার প্রাপ্ত ফলাফল সূত্রে ১৯ দলের জয়জয় কার ছোটেছে আর ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। বিএনপি সমর্থিত বিজয়ী (বেসরকারিভাবে) চেয়ারম্যানরা হলেন বিশ্বনাথে সোহেল আহমদ চৌধুরী, জকিগঞ্জে ইকবাল আহমদ ও গোয়াইনঘাটে আব্দুল হেকিম চৌধুরী। কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত আবদুল বাছির এবং গোলাপগঞ্জ ও জৈন্তাপুরে জামায়াতের হাফেজ নাজমুল ইসলাম ও জয়নাল আবেদীন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী গোলাপগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফেজ নাজমুল ইসলাম আওয়ামী লীগ প্রার্থী ইকবাল আহমদের সাথে ভোট যুদ্ধ করে ৭৬৫ ভোটে জয়লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে ২৪ হাজার ৫৬৭ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট হল ২৩ হাজার ৬০২ টি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিশ্বনাথ সুহেল আহমদ চৌধুরী (বিএনপি) ৩২ হাজার ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের পংকী খান পেয়েছেন ২৬ হাজার ৩০১ ভোট।
জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল বাছির (আ’লীগ) ২৫ হাজার ৩২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পেয়েছেন ২০ হাজার ৭৭ ভোট।
জৈন-াপুর জয়নাল আবেদীন (জামায়াত) ২৩ হাজার ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল আহমদ (আ’লীগ বিদ্রোহী) ১৯ হাজার ২১৫ ভোট।
গোয়াইনঘাট আব্দুল হাকিম (বিএনপি) ৪৩ হাজার ৮০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের লুৎফুর রহমান লেবু পেয়েছেন ৩৩ হাজার ৫২৭ ভোট। জকিগঞ্জ ইকবাল আহমদ (বিএনপি) ২৭ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি লোকমান আহমদ চৌধুরী (আ’লীগ) পেয়েছেন ২৩ হাজার ২৭২ ভোট। সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের ১২টি উপজেলায় বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে সিলেট জেলায় ৬টি, মৌলভীবাজারে একটি, সুনামগঞ্জে তিনটি ও হবিগঞ্জে দু’টি।
সিলেট জেলায় আ’লীগের ভরাডুবি ১৯ দলের জয়জয়কার ; বিএনপি -৩; জামায়াত -২; আলীগ -১
Wednesday, February 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment