আমাদের সিলেট ডটকম:
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট বিভাগের ১২ উপজেলায় টহলে নেমেছে বিজিবি। আগামী ১৯ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন উপলক্ষে তারা টহলে নেমেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কমকর্থা। রবিবার থেকে বিজিবির সদস্যরা টহল শুরু করেছে। এছাড়া সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামবেন সেনাসদস্যরা। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলা নির্বাচন উপলক্ষে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে র্যাব-পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়া রবিবার থেকে বিজিবিও টহলে নেমেছে। আর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে টহলে নামছে সেনাবাহিনী। রবিবার বিকেলের মধ্যে বিভাগের ১২ উপজেলার সবকটিতে সেনা সদস্যরা পৌঁছেছেন। সোমবার সকাল থেকে তারা টহলে নামার কথা রয়েছে। আগামী ১৯ ফেব্র“য়ারি সিলেট বিভাগের যেসব উপজেলায় নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে সেগুলো হলো- সিলেট জেলার গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর, মৌলভীবাজার জেলার কুলাউড়া, হবিগঞ্জ জেলার মাধবপুর ও বাহুবলে এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটে মাঠে বিজিবি, সোমবার নামছেন সেনাসদস্যরা
Sunday, February 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment