বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সকল বাঙালিকে একযোগে কাজ করার আহ্বান
লন্ডন প্রতিনিধি : লন্ডনে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাঙালির অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতিকে ১৯৭১ সালে স্বাধীনতা এনে দিয়েছেন আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায় ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানেই শেষ নয়-বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনা প্রস্তাব করেছেন। এই প্রস্তাব যাতে গৃহীত হয় সেজন্যে সকল বাঙালিকে একযোগে কাজ করতে হবে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
এতে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় বাঙালির এ গৌরবের দিনটি যেমনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ঠিক তেমনি বিশ্বের সকল মাতৃভাষা সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধীরা আজো মাতৃভাষাকে সম্মান করতে শেখেনি। তাই পবিত্র শহীদ মিনারে অগ্নিসংযোগ করে ভাষা শহীদদের অসম্মান করেছে।
No comments:
Post a Comment