আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মাননীয় সমাজকল্যান মন্ত্রীর বাসভবনের সম্মুখে গোপন ভোটের মাধ্যমে এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তফদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্র-নেত্রী রাহিলা আহমদ ও ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল মতিনকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারে সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী এম.পির উপসি’তিতে এই উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট করে একক প্রার্থী নির্বাচন করা হয়। এই নির্বাচনে ভোটার হিসেবে ভোট প্রদান করেন পৌর ও উপজেলা আওয়ামীলীগে কার্যকরী কমিটির সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ডে সভাপতি/সম্পাদক। মন্ত্রী বলেন, নিরপেৰতা রাখতে গিয়ে এই নির্বাচন অনুষ্টিত হয়। তবে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চীফ হুইপ সর্মথিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন এই নির্বাচনকে গঠনতন্ত্র বর্হিভুত আখ্যায়িত করে বলেন, মন্ত্রী একটি পৰ নিয়েছেন যার জন্য তিনি এই নির্বাচন মানেন না পাশাপাশি জনগনের দাবীর মূখে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে আছেন এবং থাকবেন বলে জানান। এতে চেয়ারম্যান পদে একক প্রার্থীতা রইল না।
মৌলভীবাজারে আ‘লীগের একক দলীয় প্রার্থী চূড়ান্ত
Friday, February 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment