আমাদের সিলেট ডটকম:
সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে আওয়ামী লীগ নেতা আবদুল মতিন মেম্বার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা চালান। বেলা আড়াইটার দিকে দলীয় কয়েকজন নেতা-কর্মী নিয়ে তিনি ভোট কেন্দ্রে আসেন। এক পর্যায়ে তিনি বুথ থেকে কয়েকটি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ সময় কেন্দ্রের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
দেওকলস ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মারুফ আহমদ মাসুম জানান, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন মেম্বারের নেতৃত্বে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী সোহেল আহমদ চৌধুরীর এজেন্টদেরকেও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ফারুক ইকবাল ব্যালট পেপার ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন। তবে কতটি ব্যালট পেপার ছিনতাই হয়েছে তা জানাতে পারেননি।
No comments:
Post a Comment