আমাদের সিলেট ডটকম:
নগরীর ভাতালিয়া এলাকায় দুটি বাসায় অগ্নিকান্ডে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিক হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ভাতালিয়া এলাকার বাসিন্দা মৃত ছাবুল মিয়ার পুত্র কছির মিয়ার ঘরে গত রাত ১০টার দিকে আগুন জ্বলতে দেখেন পাশের বাসার লোকজন। কিছুক্ষনের মধ্যেই আগুন ঘরের ৯টি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে নগদ ২৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দু লাখ টাকার মালামাল পুড়ে যায়। এই আগুন থেকেই আগুন লাগে পাশের বাসার আলাউদ্দিনের বাসায়। এতে আলাউদ্দিন মিয়ার বাড়ির দুটি কক্ষ পুড়ে যায়। ঐ বাড়িতে নগদ ৭৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাবেদ হোসেন মো. তারেক জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
নগরীর ভাতালিয়া অগ্নিকান্ড দুটি বাড়িতে ১০ লাখ টাকার ক্ষতি
Tuesday, February 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment