উপজেলা নির্বাচনে আলীগের বানারীপাড়ায় প্রার্থী চূড়ান্ত ॥ আগৈলঝাড়ায়
নাম ঘোষণায় বিক্ষোভ ॥ আহত ছাত্রলীগ নেতা
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণ নিয়ে নেতাকর্মীদের একাংশের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এই প্রার্থী তালিকা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন। এ সময় একাধিক মোটর সাইকেল ভাংচুর করা হয়। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা। পুলিশ একজনকে আটকের পর ছেড়ে দিয়েছে।
আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে তার সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণ বিষয়ে জেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বরিশাল-২ আসনের সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার।
সভার পর চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান পদে অমিয় লাল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মলিনা রানী রায়কে দলীয়ভাবে সমর্থন দেয়ার ব্যাপারে সভায় গৃহীত সিদ্ধান্ত ঘোষণা হলে আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবনের বাইরে সমর্থন বঞ্চিত অন্যান্য প্রার্থী ও তাদের সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা নির্ধারিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা একাধিক মোটর সাইকেল ভাংচুর করেন। বিক্ষোভ থামাতে গিয়ে তোপের মুখে পড়েন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় তাকে নিরাপদ রাখার জন্য পুলিশ লাঠিচার্জ করলে কলেজ ছাত্রলীগের অর্থ সম্পাদক সাগর সেরনিয়াবাত আহত হন।
No comments:
Post a Comment