হরতাল অবরোধে নির্বাচন বন্ধ করা যাবেনা ॥ বিশ্বনাথে ৫০১ সদস্যের নির্বাচনী কমিটি

Saturday, November 30, 2013

হরতাল অবরোধে নির্বাচন বন্ধ করা যাবেনা ॥ বিশ্বনাথে ৫০১ সদস্যের নির্বাচনী কমিটি


বিশ্বনাথ প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার ৩০ নভেম্বর দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

altবিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলায় গ্যাস সংযোগ, বিশ্বনাথে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও অডিটেরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ১৩০ কিলোমিটার সড়ক পাকাকরণ, ১১৬ কিলোমিটার বিদ্যুতায়ন এবং ৯৯টি প্রাথমিক বিদ্যালয় ভবন ও ১৮টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার যখন উন্নয়ন ধারা জোরদার করেছে তখন বিএনপি সারাদেশে লুটপাট, মানুষ পুড়িয়ে হত্যা ও অরাজকতা সৃষ্টি করে শান্তি নষ্ট করছে।

প্রধান বক্তা বলেন, বিএনপি-জামাত জোট নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে; কিন্তু হরতাল আর অবরোধ দিয়ে নির্বাচন বানচাল করতে পারবেনা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, জেলা সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সদস্য বাবুল আখতার, ওসমানীনগর থানা সাধারণ সম্পাদক আবদাল মিয়া ও বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License