বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নোরা শরীফের জীবনাবসান ॥ বাঙালি কমিউনিটি শোকাহত
লন্ডন প্রতিনিধি : বাংলাদেশ ও বাঙালি জাতির অকৃত্রিম বন্ধু ব্যারিস্টার নোরা শরীফ আর নেই। শুক্রবার ২৯ নভেম্বর লন্ডন সময় রাত ১১টায় লন্ডনস্থ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কয়েক মাস যাবত তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী, দুই মেয়ে ও অগণিত ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
১৯৭১ সালে বাঙালির মহান মুক্তিযুদ্ধের সময় লন্ডনে আন্তর্জাতিক জনমত গঠন ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ব্যারিস্টার নোরা শরীফ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। এই দেশ ও জাতির প্রতি গভীর ভালবাসার টানেই এই মহীয়সী শিখেছিলেন বাংলা ভাষা। যুদ্ধাপরাধের বিচারেও তিনি বাংলাদেশের পাশে দাঁড়ান।
মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে ঢাকায় সম্মাননা প্রদান করে।
তার মুত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভাপতি শামসুদ্দিন খান, সহ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক সহিদুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, জিবিনিউজ ২৪ সম্পাদক রাকিব রুহেল, সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, ওয়ার্কার্স পার্টির নেতা ইসহাক কাজল, বাসদের নেতা গয়াছুর রহমান গয়াছ, কমিউনিস্ট পার্টির নেতা সৈয়দ এনাম, জাসদের নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক জামাল আহমদ খান ও প্রজন্ম ৭১-এর সংগঠক আহমদ নূরুল টিপু, মেহের নিগার চৌধুরী, হুসনেয়ারা মতিন, আনজুমান আরা অঞ্জু প্রমুখ।
No comments:
Post a Comment