আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ শান্ত সিলেটকে অশান্ত করার ষড়যন্ত্র : ১৮ দল
১৮ দলীয় জোট সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেছেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার চলমান গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করতে সরকার চরম নৃশংসতার আশ্রয় নিয়েছে। কোন উস্কানি ছাড়াই সারাদেশের নায় পুণ্যভূমি সিলেটেও নিরীহ নেতাকর্মীদের উপর সরকারের লাঠিয়াল বাহিনীর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ শান্ত সিলেটকে অশান্ত করার গভীর ষড়যন্ত্র। সিলেটবাসী অবৈধ সরকারের সিইসি ঘোষিত পাতানো নির্বাচন প্রতিরোধ করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে।
তারা আরো বলেছেন, সরকারের কোন ষড়যন্ত্র ও নির্যাতন দেশপ্রেমিক জনতার আন্দোলন দমাতে পারবেনা। নির্যাতন হয়রানি যত বৃদ্ধি পাবে আন্দোলন তত বেশি জোরদার হবে।
অবিলম্বে সিলেটসহ সারাদেশে ১৮ দলীয় জোটের নিরীহ নেতাকর্মীদের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে বাবস্থা না নিলে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন না দিলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ সরকারকে হুশিয়ার করে দেন।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ১৮ দলীয় জোট ঘোষিত অবরোধ কর্মসূচির শেষদিনে দক্ষিণ সুরমায় হুমায়ুন রশিদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন।
No comments:
Post a Comment