হবিগঞ্জ-২ আসনে সাবেক ন্যাপ নেতার কাছে পোড় খাওয়া আওয়ামী লীগ নেতার পরাজয়
ইমদাদুল হোসেন খান, বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মনোনয়ন প্রাপ্তির খেলায় এবারো সাবেক ন্যাপ নেতার কাছে পোড় খাওয়া আওয়ামী লীগ নেতার পরাজয় ঘটলো। এ কারণে এই এলাকার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন ধরে আদর্শের রাজনীতির পাশাপাশি শিক্ষকতা করে আসায় হবিগঞ্জের সর্বমহলে 'স্যার' হিসাবে সম্মানিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাস্টার ছোটবেলা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করছেন। তিনি বঙ্গবন্ধুর প্রতি এতটাই অনুরক্ত যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সপরিবারে জাতির জনকের শাহাদাতের খবর পেয়েই তাৎক্ষণিক বানিয়াচংয়ে সর্বস্তরের জনতাকে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এছাড়াও যখন প্রকাশ্যে বঙ্গবন্ধুর নাম মুখে আনার সাহস কেউ দেখাতে পারছিলেন না তখন ১৯৭৬ সালের ১৭ মার্চ বানিয়াচংয়ে উদযাপন করেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এ কারণে তৎকালীন সরকার তাকে ২২ মার্চ গ্রেফতার করে দীর্ঘ ১৮ মাস তার উপর নির্যাতন চালায়।
আমীর হুসেন মাস্টার ১৯৬৯ সালে বানিয়াচংয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকায় বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সূচনা করেন। তিনি বানিয়াচং থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে বানিয়াচং ও আজমিরীগঞ্জসহ হাওরাঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে গণঅভ্যুত্থান সংগঠিত করেন। তখন থেকেই এই এলাকা আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে পরিণত হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আমীর হুসেন মাস্টার । ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন বানিয়াচং থানা যুবলীগ। তিনি থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও নির্বাচিত হন। ১৯৭৪ সালে হন থানা যুবলীগের সভাপতি। ১৯৮১ সালে তিনি বানিয়াচং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
No comments:
Post a Comment