দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলাখনিতে ২য় দিনের মতো শ্রমিক ধর্মঘট অব্যাহত
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনি প্রকল্পের শ্রমিকদের ৫ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয়দিন চলছে। এই ধর্মঘটের ফলে খনি থেকে কয়লা উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ। কর্তৃপক্ষের ডাকে শ্রমিক নেতারা সাড়া দেননি।
পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলাখনির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম জানিয়েছেন, সোমবার ২৫ নভেম্বর সকাল থেকে শিলাখনি শ্রমিকদের ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শ্রমিক কাজে যোগ দেবেনা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে, মধ্যপাড়া কঠিন শিলাখনির ব্যস্থাপনা পরিচালক মোহাম্মাদ মঈন উদ্দিন জানান, শ্রমিকদের এ কর্মসূচির কারণে শিলাখনি থেকে পাথর উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আলোচনার জন্য শ্রমিক নেতাদের ডাকা হয়েছিল; কিন্তু তারা আসেননি। শ্রমিকরা বলছে, মধ্যপাড়া কঠিন শিলাখনির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নতুন ৩ জন উপদেষ্টার সাথে আলাপ করে আগে সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে মধ্যপাড়া কঠিন শিলাখনির মহাব্যবস্থাপক মীর আব্দুল হান্নান বলেন, শ্রমিকদের দাবিকৃত ২০ ভাগ মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়।
পূর্ববর্তী খবর পড়তে খবরাখবর বিভাগে ক্লিক করুন।
No comments:
Post a Comment