সিলেট-জকিগঞ্জ সড়কে নবনির্মিত শাহগলী সেতুতে ফাটল ॥ যানবাহন চলছে ঝুঁকি নিয়ে
জকিগঞ্জ প্রতিনিধি : সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ৭০ লাখ টাকা ব্যয়ে সিলেট-জকিগঞ্জ সড়কে সবেমাত্র নির্মিত শাহগলী সেতুতে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সমাগ্রী দিয়ে সেতটিু নির্মাণ করায় এ ফাটল দেখা দিয়েছে। এতে সেতুটি যেকেন সময় ভেঙ্গে পড়তে পারে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে এর উপর দিয়ে যানবান চলাচল করছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু বক্কর জানান, সেতুর নির্মাণ কাজ যথানিয়মেই হয়েছে। তবে রেলিংয়ে সমস্যা হয়ে থাকলে তা পুনর্নির্মাণ করা হবে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য হাফিজ মজুমদার জানান, যেনতেন ভাবে কাজ করার কোন সুযোগ নেই। কাজের ব্যাপারে তিনি স ও জ বিভাগের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন।
No comments:
Post a Comment