বড়লেখায় জামাত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে আহত ১০ ॥ আটক ৯ জন

Saturday, November 30, 2013

বড়লেখায় জামাত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে আহত ১০ ॥ আটক ৯ জন


altবড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী বাজারে ১৮ দলের অবরোধ চলাকালে শনিবার ৩০ নভেম্বর দুপুরে জামাত-শিবির ও পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আনুমানিক সাড়ে ১১টায় কাঁঠালতলী বাজার এলাকায় জামাত-শিবিরকর্মীরা একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জামাত-শিবির তাদের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। আধঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬ রাউন্ড রাবার বুলেটে ছুঁড়ে। সংঘর্ষে পুলিশ কনস্টেবল ইকবাল হোসেন এবং আরো ৩ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।

এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ ছাত্র শিবিরকর্মী বাবুল আহমদ, নূরুল ইসলাম, সাইফুল ইসলাম, সাইদুল হক, জাবেদ আহমদ, নজমুল ইসলাম, শাহাব উদ্দিন, কামরুল ইসলাম ও আব্দুল মুহিতকে আটক করে।

এদিকে পৌর শহরে ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিল চলাকালে শিবিরকর্মী সন্দেহে ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার ২ কর্মকর্তা হাফিজ মাহমুদ ও আব্দুল খালিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

আব্দুল খালিকের অবস্থা আশংকাজনক হওয়ায় থাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License