আমাদের সিলেট ডটকম:
১৮ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিন সিলেটে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। দুপুর পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, অবরোধের প্রথম দিনে ৪ বিএনপি নেতা কর্মীকে আটকের প্রতিবাদে বিশ্বনাথে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সকালে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান নেন সিলেট জেলা ও মহানগর ১৮ দলের নেতাকর্মীরা। তারা ঢাকা-সিলেট বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া, সকাল ১০টার দিকে ছাত্রদল কর্মীদের কয়েক জন রেলস্টেশনের অদূরে ট্রেন লাইন অবরোধ করে স্লিপারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
দুপুর ১১টার দিকে পুলিশ ও র্যাবের কর্মকর্তারা হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে সেখানে উপস্থিত ১৮ দলের নেতাদের ২০ মিনিটের মধ্যে চত্বর ত্যাগের নির্দেশ দেয়। এ সময় সেখানে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জামায়াতের মহানগর আমীর ডা. সায়েফ আহমদসহ জোটের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পুলিশী বাধার প্রেক্ষিতে সমাবেশ সংক্ষিপ্ত করে মহানগর বিএনপির সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত ডা. সায়েফ আহমদসহ কয়েক জন নেতা বক্তব্য রেখে হুমায়ুন রশিদ চত্বর ত্যাগ করে কদমতলীয় পয়েন্টে চলে যান। সেখানে ১৮ দলের নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করে দিনের কর্মসূচি শেষ করেন।
এদিকে, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ গৌছ খানসহ গ্রেফতারকৃত ৪ বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবীতে আজ বিশ্বনাথ উপজেলায় সকাল সন্ধ্যা পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধকালে এই ৪ জনকে আটক করে পুলিশ। আজকের হরতালের সমর্থনে সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে উপজেলা ১৮ দলীয় জোট। হরতালের উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিশ্বনাথে পালিত হচ্ছে হরতাল, সিলেটে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে অবরোধে দ্বিতীয় দিন
Wednesday, November 27, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment