সিলেট জেলা ও মহানগর আ. লীগের সভা : ইসি ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন হবে

Wednesday, November 27, 2013

সিলেট জেলা ও মহানগর আ. লীগের সভা : ইসি ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন হবে


নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথসভা বুধবার ২৭ নভেম্বর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ঘোষণা করেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ীই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


তিনি আরো বলেন, রেললাইন উপড়ে ফেলে, ককটেল-বোমা ফাটিয়ে আর মানুষ মেরে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবেনা।


অন্যান্য আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপির উচিত নৈরাজ্যের পথ পরিহার করে সন্ত্রাসী-জঙ্গিবাদী জামায়াতে ইসলামীর সঙ্গ ছেড়ে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করা; কিন্তু বিএনপি সে পথে না গিয়ে জামাত-শিবিরের ফাঁদে পা দিয়েছে।


তারা বলেন, বিএনপি জামাত-শিবিরের গণবিরোধী কর্মকাণ্ডের আশ্রয়দাতার ভূমিকা গ্রহণ করেছে। এই চক্রের সঙ্গ ত্যাগ না করলে বিএনপি ইতিহাসের ধারায় গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হবে।


নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের দল হিসেবে আদালতে চিহ্নিত জামাত-শিবিরের অপরাধমূলক কর্মকাণ্ড, সন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সশস্ত্র আক্রমণ জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License