‘জাতীয় বেঈমান পার্টি’ থেকে পদত্যাগ করলাম

Tuesday, November 26, 2013

মানবজমিন: হুসেইন মুহম্মদ এরশাদকে জাতীয় বেঈমান আখ্যায়িত করে জাতীয় পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে যখন দেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায়, ঠিক তখনি হাসিনা এরশাদকে নিয়ে জঘন্য খেলায় মেতে উঠেছেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এরশাদ সম্পর্কে তিনি বলেন, এই লোকটির কথা মুখে আনতেও ঘৃনা হয়। তিনি সকাল-বিকাল মত পাল্টান। এ ধরণের অস্থির লোকের সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়। তিনি স্বঘোষিত বিশ্বাসঘাতক, বিশ্ববেহায়া, মেরুদণ্ডহীন ও আওয়ামী লীগের গৃহপালিত। কয়েকজন চাটুকার ও দালালকে নিয়ে তিনি সর্বদলীয় সরকারে যোগ দিয়েছেন এবং এর মাধ্যমে জাতীয় পার্টিসহ গোটা দেশের জনগণের সঙ্গে বেঈমানী করেছেন। এরশাদ আজ হেফাজত তো কাল আটরশি, পরশু চরমোনাই বা মানিকগঞ্জের পীরের পা চাটেন। তাই এমন বেঈমানের দল ছেড়ে দিলাম। এরশাদ আলেম উলামাদের ধোঁকা দিয়েছেন। যুক্তিবাদী জাতীয় পার্টিকে ‘জাতীয় বেঈমান পার্টি’ বলেও মন্তব্য করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License