নড়াইলে ৭৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক ১ ॥ জড়িত সন্দেহে ৩ পুলিশ সদস্য ক্লোজড
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭শ ৬৯ বোতল ফেন্সিডিলসহ লিটন শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। সে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার শেখ নাজিমুদ্দিনের ছেলে। রবিবার ২৪ নভেম্বর সকাল ৭টায় তার নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এদিকে লিটন শেখের সাথে ফেন্সিডিল ব্যবসায় জড়িত থাকার অভিযোগে নড়াইল ডিবি পুলিশের এএসআই সুজন, সহকারী পুলিশ সুপারের (সার্কেল) গাড়ির চালক কনস্টেবল বিজন ও কনস্টেবল লালনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুম আহম্মেদ ভূঞা জানান, পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাদেরকে ক্লোজ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment