নতুন বার্তা,ঢাকা: শনিবার সকাল ছয়টা থেকে টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
শুক্রবার রাত সাড়ে নয়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
জোটের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী ঘোষিত তফসিল বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়া, আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন।
এর আগে শুক্রবার ভোরেই ১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার একটি অবরোধ কর্মসূচি শেষ হয় । এ কর্মসূচির পর ২৪ ঘণ্টা না পেরোতেই আরো একটি অবরোধের ডাক দেয়া হলো।
No comments:
Post a Comment