সিলেটে দক্ষিণ সুরমায় পুলিশের সাথে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষ উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ : আহত ৪০ : শতাধিক রাউন্ড গুলি

Thursday, November 28, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশিদ চত্বর এলাকায় পুলিশের সাথে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল। লাঠিচার্জ ও ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন আরো অন্তত: ৪০ জন। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকাগুলি, রাবার বুলে ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে সকাল থেকে ১৮ দলের নেতাকর্মীরা নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান নেন। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্ফার, জেলা জামায়াতের আমীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানসহ সিনিয়র নেতারা অবস্থান নেন চত্বর এলাকায়। সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমা ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন রেল লাইনে আগুন দেয়। এ সময় পুলিশ, র‌্যাব ও বিজিবি‘র কড়া প্রহরা ছিল চত্বর এলাকায়। দক্ষিণ সুরমা থানার পুলিশ সদস্যরা ছাত্রদল কর্মীদের রেল লাইন থেকে হটিয়ে দেয় ও আগুন নিভিয়ে ফেলে। এ সময় সিনিয়র পুলিশ কর্মকর্তারা ১৮ দলের সিনিয়র নেতাদের কাছে গিয়ে আগুন লাগানোর কথা জানান। নেতৃবৃন্দ বিষয়টি দেখার আশ্বাস দিলে পুলিশ ফিরে আসে। এ সময় ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের কয়েক জন আকস্মিকভাবে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ সদস্যরাও লাটি চার্জ শুরু ও এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। ফলে, অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে পুলিশের সাথে ইট পাটকেল ছুড়াছুড়িতে লিপ্ত হয়।

প্রায় আধ ঘণ্টা ধরে পুলিশের সাতে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষ চলে। এ সময় পিটে গুলিবিদ্ধ হন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল। এক পর্যায়ে পুলিশ সদস্যরা নেতাকর্মীদের হটিয়ে দিয়ে পুরো হুমায়ুন রশিদ চত্বর ফাঁকা করে দেয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের একাংশ অদূরে কদমতলী পয়েন্টে অবস্থান নিয়ে টায়ার জালিয়ে বিক্ষোভ করে। পুলিশ সেখানে গিয়েও তাদের হটিয়ে দেয়। প্রায় আধ ঘণ্টা সংঘর্ষ চলাকালে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকাগুলি ও রাবার বুলেট এবং কমপক্ষে ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। বেলা ১১টার দিকে হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন মার্কেটের ভেতর থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আটক করে।

সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলকে প্রথমে নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে করায় হয়। পরে তাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License