জকিগঞ্জের নোয়াগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুজনকে কুপিয়ে হত্যা
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় মঙ্গলবার ২৬ নভেম্বর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার কাজলসার ইউনিয়নের নোয়াগ্রামের সমজিদ আলীর ছেলে মখলিছুর রহমান (৩৮) ও জমির আলীর ছেলে খসরু মিয়া (৩৬)।
আরো জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুল গণির ছেলে আমজাদ আলী ও শাহাদৎ হোসেনদের সাথে মখলিছুর রহমান ও খসরু মিয়ার সংঘর্ষ বাঁধে। প্রতিপক্ষের লোকজন তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই মারা যায় একজন। অন্যজনকে উপজেলা হাসপাতালে আনার পথে মারা যায়।
জকিগঞ্জ থানার ওসি ইউনুছ মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
No comments:
Post a Comment