সিলেটে ঢিলেঢালা অবরোধ চলছে ॥ রশিদপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ আটক ৪ জন
নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দেশব্যাপী ১৮ দলীয় জোট আহুত ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি সিলেট বিভাগে ঢিলেঢালাভাবে চলছে। মঙ্গলবার ২৬ নভেম্বর অবরোধের প্রথমদিন কোথাও বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে অবরোধ আহবানকারীদের তৎপরতাও খুব বেশি লক্ষ্য করা যায়নি।
অবরোধের কারণে আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কগুলোতেও ভারি কোন যান চলছে না। তবে রিক্সা, ইজিবাইক ও অটোরিক্সা চলাচল করছে। সকাল ৬টা ৪০ মিনিটে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ও সকাল ৮টা ২০ মিনিটে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে; কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়িতে লাইন উপেড়ে ফেলার কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কোন ট্রেন ছাড়েনি।
সকাল ১০টার দিকে জেলা ও মহানগর ১৮ দলের নেতাকর্মীরা দক্ষিণ সুরমায় কিছু সময় সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন।
রশিদপুরে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিশ্বনাথ উপজেলা ১৮ দল। সেখানে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আহত হয় ১০ জন। পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছখান সহ ৪ জনকে আটক করে।
সিলেট মহানগরী ও আশেপাশের এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment