নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিলেটে আওয়ামী লীগ বিশাল আনন্দ মিছিল করেছে।
সোমবার ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টায় মহানগরীর রেজিস্টারি মাঠ থেকে আওয়ামী লীগের এই আনন্দ মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
আনন্দ মিছিলটি রেজিস্টারি মাঠ থেকে বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
আানন্দ মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
No comments:
Post a Comment